অস্তিত্বহীন বেলা।।
হয়তো তোমার পানে চাহিয়া
বিশ্ব খুঁজি আমি।।
প্রতিদানে হয়তো জুটিবে অবহেলা।
তবুও খুঁজি তোমাকে ।।
হোক না সে কিছু
অস্তিত্বহীন বেলা।।।।
কমল দলের ন্যায়
টানা টানা চোখ ।
ঠোঁট দুটো যেন,
তাজা গোলাপের প্রতিরূপ।
ভাবনা করি, স্পর্শ করবো তোমায়,
তবে সবই নিছক স্বপনের ন্যায়
হৃদয়ে জমায় খেলা।
তাই ভাবি, যদি পেতাম
সেই অস্তিত্বহীন বেলা।।
তুমি, হ্যাঁ তুমি,
মরুভূমির মত জীবন পথ ধরে হাঁটার সময়
আমার দেখা সকল মরীচিকা তুমি।
তোমার খোলা চুল,
তোমার খোলা চুল যেন
যমুনার কালো জলের মতোই সুন্দর।
তোমার মন মাতানো চোখের চাহনী
প্রতিনিয়ত আমায় শিকার করে বেড়ায়।
অহর্নিশ তোমায় দেয়া
আমার বিশেষণ গুলো নিয়ে ভাবি আমি,
তবে তার বাস্তব রুপ যায় না মেলা।
তাই বলি নিজেকে,
হোকনা সে কিছু
অস্তিত্বহীন বেলা।।
Post a Comment