॥ ওরা_মানুষ_উপাধি_প্রাপ্ত_নয় ॥
ছোট্ট বস্ত্রহীন শিশুটির কান্না দেখে
এক মহানুভব ব্যক্তি
একটি রুটি তাকে কিনে দেয়,
তবে অন্য এক ক্ষুধার্ত
বড় হওয়ার অধিকারে ছিনিয়ে নেয়।
এই বটগাছটির নিচে বসা ,
হয়তো ইচ্ছে দেখবে ভুবন ,
বসে আছে এক ধূলামানব
এই গাছতলায়ই যার কাটছে জীবন।
পকেটমারার মহাঅপরাধে ছেলেটিকে
সবাই রক্তাক্ত করেছে ও করছে
কিন্তু পিছনের কাহিনীটি কেউ
দেখলও না , শুনলও না ,
অন্ধেরযষ্ঠি অসুস্থ মায়ের জন্য
কেউ কোন শব্দ ব্যয় করল না।
ফুলয়ালী মেয়েটিরও ইচ্ছে হয়
ফুলের মত বোনের জন্য
একটি সুন্দর তোড়া নিয়ে যাবে
কিন্তু এ তার দিবাস্বপ্ন রয়ে যায়।
ঈদে একটি নতুন জামা পরতে ,
টোকাই ছেলেটিরও মন চায়
অথচ বাধ্য হয়ে ছেড়া-তালির
নোংরা জামাটি গায়ে তুলে নেয়।
ড্রাগ বাহক কিশোরটি অপরাধী
কিন্তু এর প্রেরক প্রাপক
গদিতে বসে আয়েশের চা পায়
কারন তারা ভালো লোক
চোখবাধা সমাজের দৃষ্টিপর্দায় ।
ফুটপাতে ঘুমানো রুগ্ন মেয়েটি
ঠাণ্ডা-জ্বর-কাশি উপেক্ষা করে রাজপথে
শিশুতোষ বই নিয়ে ঘুরছে ,
সে জানে আমাদের সমাজের কোন
চিকিৎসক তার জন্য তৈরী নেই।
পেপার ফেরী করা বালকটিও
অ আ ক খ শিখতে চায় ,
তবে আমাদের সমাজের
প্রাতিষ্ঠানিক শিক্ষা তার জন্য নয়।
প্লাটফর্মে থাকা কিশোরীটির
সব স্বপ্ন হয়েছে দুঃস্বপ্নে পরিনত ,
বাবাহীন নবজাতক নিয়ে সে
নিষ্ঠুর সমাজের নির্মমতায় নত ।
এদের সবাই বলে পথশিশু ,
এদের ইচ্ছেচারা গুলো কেটে ফেলে
আমাদের সমাজ নামের কাস্তে ,
এদের অন্যায়ের শাস্তি অনেক
অথচ এদের প্রতি অন্যায়ের
কোন শাস্তি হয়না , হবেও না ,
এরা মানুষ এর দলের না ,
আমদের সমাজ এদের
মানুষ উপাধি দেয় না ॥
Post a Comment