#ব্যর্থ__স্বীকারী
করতে পারি স্বীকার অস্বীকার
বৃষ্টি বিন্দুর সমপরিমাণ সত্য মিথ্যা
কাছে এই মানুষ , পৃথিবীর ;
কিন্তু বারবার হয়েছি ব্যর্থ
আপন হৃদয় দ্বারে
করতে কিছু কথা স্বীকার ॥
#অবহেলা

কি বা হইবে
রইলাম যদি এপারে
কিংবা ওপারে
চাহিয়া সদূরে কিংবা গহীনে ,
তোর তরে সাজানো মোর হিয়া
রয় যে অনিদ্র
দাড়ায়ে তোর দুয়ারে 

Post a Comment