Saturday, May 23, 2020

_দ্বৈত_



_দ্বৈত_


#না'বলা স্বীকারোক্তি#

"সূর্যকিরণের কিছু অজানা রঙে
সকাল সেজেছে যেন নতুন ঢঙে ;
মন যেন পাড়ি দেয় অজানা ঠিকানায়
স্বপ্নেরা যেখানে এসে ভিড় জমায় ,
স্পষ্ট যেথায় অস্পষ্টতা আর না'বলা স্বীকারোক্তি
স্তব্ধ সেথায় সকল প্রহর আর মিথ্যে যত যুক্তি ❣

#নিয়তি❣️

সহজের সাথে করতে চেয়েছিলাম বন্ধুত্ব,
কঠিনের সাথে, মিত্রতা করে ছিন্ন ;
কিন্তু, তার তরে বন্ধন যে বড়ো গভীরে,
ছাড়তে চায়না, মোরে কোন মিথ্যের ভিড়ে।
তবে ,মর্ম যেথায় খালিচোখে দিনের ন্যায় স্পষ্ট
সবার ভাবনা, যেথায় হবেনা কেউ পথভ্রষ্ট;
কেই-বা বলবে, নেই সেথায় বসে কোন মালি
মালিকহীন বাগিচায়, সাজিয়ে চোরাবালি?
জানি, তোমাদের চোখে বড়ো কুৎসিত সে মিত্র।
কিন্তু, জেনে রেখো, ছলনাহীন সত্য তার নেত্র ।





Post a Comment

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search