। প্রকৃতি_ঋণ ।।
তোমাতে পেয়েছি সান্তনা
মোর আপন যন্ত্রণায় ,
তোমাতে পেয়েছি শান্তি
মোর আপন কাতরতায়
ও প্রকৃতি।
তুমি যে এনেছ আবেগ
মোর অবুঝ হৃদয়পটে,
তুমি যে এনেছ বাস্তবতা
মোর কল্পনার জীবনতটে
ও প্রকৃতি।
তুমি তো হয়েছ মধুর
মোর অজানা তিক্ততায়,
তুমি তো হয়েছ ছায়াময়ী
মোর জীবন ক্লান্তিটায়
ও প্রকৃতি।
তুমি এনেছ সেথায় সৃষ্টি
যেথায় উর্বরতা বড় ক্ষীণ,
তুমি ঝরিয়েছ মুগ্ধতার বৃষ্টি
বাড়িয়ে আমার যত ঋণ
ও প্রকৃতি।
Post a Comment