।। স্মৃতি_নীরদ ।।
দুঃখ-ছায়া হয়েছে কেবল আপন ;
সুখ-মায়া ছেড়েছে অমল ভুবন ।
চোখেরজল গুলো একক অবলম্বন হয়েছে ;
হাসি গুলো মুখোশরূপে ছলনা করেছে ।
দেওয়া কথাগুলোর সব হয়েছে খেলাপ ;
স্বার্থপর হয়েছে সব, করেনি কেউ আলাপ ।
ভুষণ্ডির কাকেরও শেষ হয়েছে সময় ;
ভূতকালের স্মৃতি-নীরদ রয়েছে ঘনময় ।
কেউ দিয়েছে আবেগের অদৃশ্য-কবর ;
আবার কেউ শরনিক্ষেপে রেখেছে ছবর ।
শ্বাশ্বত হয়না কোন জীব-প্রাণ-মায়া ;
অবিনাশী কেবল সত্য-সৃজিতের রূপছায়া ।
#theam :- অমরত্ব
#WRITTEN_by_Ashrafun_Nahar
Post a Comment