Saturday, May 23, 2020

"চিরআপন"


"চিরআপন"



"চিরআপন"ভাবতে চাইনি যে কথা

গেঁথে গেছে চিরতরে মনে ,
যাকে হৃদয়-খাতা থেকে

মুছে ফেলতে চেয়েছিলাম


বসে আছে নিজ আসন ভেবে ।
দিয়েছি যাকে অবহেলা
মনের গহীনের কথা লুকিয়ে ,

আমাকে করে দিয়ে আবেগী ,
নিজের অজান্তেই হয়েছে অনুপ্রেরণা।


নিজে সেজেছে আনমনা
আমি হয়েছি মরুভূমি ,
গুছিয়েছে নিজেকে নিজের মতো ।
সে খুঁজে পেয়েছে


সে হয়নি ক মরিচিকা ॥
আমি নেই তার অশ্রুতেও ,

সে রয়েছে আমার সৃষ্টি জুড়ে ।
আমার চিরআপন
তার অনুসন্ধানের পরিনতি

তার স্বপ্নের সেই জন

তবুও আমি তাকে ভাবছি


written by Ashrun Nahar

Post a Comment

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search