Monday, May 25, 2020

॥ছিল অকথ্য ॥




॥ছিল অকথ্য ॥

ছিল না কোন কথা ,
ছিল শুধু গভীর ব্যাথা ।
ছিল না সুন্দর স্মৃতি ,
ছিল শুধু কিছু মূহুর্ত ।
ছিল না কোন আশা ,
ছিল শুধু গভীর ভালবাসা ।
ছিল না জানা মন ,
ছিল শুধু শান্তনার আবরন ।
ছিল না কোন ব্যাকুল প্রকাশ ,
ছিল শুধু মিথ্যের আকাশ ।
ছিল না কোনদিন আক্ষেপ ,
ছিল শুধু সুপ্ত অপেক্ষা ।
ছিল না কোন প্রতিউত্তর ,
ছিল শুধু বিস্তর নীরবতা ।

#_❤_U_HATE_

Written by Ashrun Nahar

Post a Comment

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search