আমায় ক্ষমা করে দিস মা
আমি তোকে ধরে রাখতে চাই নি
তোর জন্যই তোকে রেখেছি বেঁধে
তোর জন্যই আমি সেজেছি কারারক্ষী
হয়তো তোকে ভালোবাসি বলে
অথবা
তোর প্রতি খুব বেশি দায়িত্ব আছে বলে
তবে আমি তোকে ধরে রাখতে চাই নি
আমি তোকে বেঁধে রাখতে চাই নি।
আমিও চেয়েছিলাম তুই ডানা মেলে উড়বি আকাশে
খেলা করবি জলে, পানকৌড়ির মতো
তবে
বারবার ভয় পেতাম কুমিরের,
আবার বাজ থাকে যে ছোট্ট পাখিটিকে শিকারের জন্য
ভেবেছিলাম তোকে না হয়
ডাঙায় চলতে দেব হরিণীর মতো
কিন্তু সেখানেও তো উৎপেতে রয়েছে সিংহ শুধু তফাৎ একটাই সিংহ, বাজ,কুমির তাদের স্বাভাবিক নিয়মে খাদ্য গ্রহণ করে
তবে যাদের কথা বলছি তারা তো
খাদক নয় তারা শোষক
তারা মাংসাশী নয় তারা ভয়ঙ্কর।
তোর স্বাধীনতা আমি হরণ করতে চাইনি
তবে তোকে স্বাধীন করার স্বাধীনতাই তো আমার নেই ❣
লেখাঃ Ashrafun
Post a Comment