#চিঠি
কিছু নীল খামে চিঠি ঢুকিয়েছিলাম।
চিঠির অক্ষরগুলো ছিল মেঘ দিয়ে সাজানো।
সেই চিঠির সুখগুলো ছিল সূর্যের মাঝে।
অশ্রুগুলো বর্ষণ হয়েছিল বৃষ্টিরূপে।
আর দুঃখগুলো জমা ছিল মেঘের মাঝে।
আর ঠিকানাটা ছিল আকাশ।
# জ্বিনের_গলি_ অশরীরী অস্তিত্বের ভয় মানুষের মধ্যে আজকাল নেই বলাটা ভুল হবে। তবে প্রযুক্তির প্রসারের হ্রাস পেয়েছে কেবল। আমার ক্ষেত্রে বিষয়ট...
Whatsapp Button works on Mobile Device only
Post a Comment