খুঁজে ফিরি তোমায়।।
তোমার দেওয়া কিছু মুহূর্ত নিয়ে ভাবছি
কেটে যাচ্ছে সারা রাত।
মায়ায় ঘেরা ওই মুহূর্ত গুলোর কারণে
আমার আকাশে আজ
অর্ধ নিমজ্জিত চাঁদ।
কেনো জানিনা হঠাৎ, কুয়াশা ভরা রাত
ঘিরে ধরেছে আমায়
চারদিকে অন্ধকারের ফাঁদ,
শুধু খুঁজে ফিরি তোমায়।
কিন্তু নেই তুমি পাশে
এটা জেনেও খুঁজছি তোমায়
তোমাকে পাওয়ার আশে।
যদি পারো সেই মুহূর্ত গুলোর মাঝে
মনে রেখো আমায়
আর আমি ..........
আমি, শুধু খুঁজে ফিরি তোমায়।।
Post a Comment