অজানা__হঠাৎ!
কী ভেবে কি বল্লাম,
জানি না।
তবে কী ভাবে যে
সেই বেখেয়ালী শব্দরাশি
এই চলমান পুঁথিকা'র
উপজীব্য হয়ে গেল,
বুঝতেই পারলাম না।
তবে,
মাঝেমধ্যে প্রশ্নবাণে
বিদ্ধ হয়ে যায়
একাকী যত প্রহর।
মন মন'র তরে জানতে চায়,
কি আছে ও নয়ন জোড়ে?
কি ই বা মায়া ও স্বর'র স্রোতের?
Post a Comment