_।। আজও কি তোদের ! ।।_
ঘাসে ঢাকা মাঠে ,
সকাল সাতটা পঁয়তাল্লিশ এ
সেই প্রতিদিনের সমাবেশ
আর দেরী করে আসলে ,
কড়া রোদে দাড়িয়ে থাকার
শাস্তিগুলো ,
আজও কি তোদের
মনে পড়ে !
লম্বায় ছোট হয়েও ,
লাইনের পিছনে দাড়িয়ে
খুনসুটি করার মুহূর্তগুলো ,
আজও কি তোদের
সময় পাতায় স্মরণীয় !
তোদের নিয়মভঙ্গ করা
আর সবসময়ের বাঁদরামির
কারণে-অকারণে ক্লান্ত-
রাগান্বিত ক্লাস-ক্যাপ্টেন
আনিকা-পান্নার হতাশ মুখগুলো ,
আজও কি তোদের
হৃদয় কোনায় ধুলা সরিয়ে ,
উঁকি দেয় !
তপ্ত সূর্য-কিরণকে উপেক্ষা করে
মাঠে বসে গল্প করার সময়
ঘাড় বেয়ে নামা ঘামের গন্ধ ,
আজও কি তোদের
নাকের কল্পনায় ঘুরে বেড়ায় !
বন্ধ গেটের ওপার থেকে
ভিড়-কাটিয়ে পাওয়া
ফুচকা-চটপটির স্বাদ ,
আজও কি তোদের
মুখে লেগে আছে !
টিফিনের সময় সেই
বকুল গাছের তির্যক ছায়ায় ,
সবাই গোল হয়ে বসে
ভাগাভাগি করে খাওয়ার
অতিমুল্যবান দৃশ্যগুলো ,
আজও কি তোদের
চোখের ক্যানভাসে
অঙ্কিত হয় !
শেষ বেঞ্চে বসে ,
স্যার-ম্যাডামের চোখ
ফাঁকি দেওয়া খেলাগুলো ,
আজও কি তোদের
দুষ্টুমির তালিকাভুক্ত !
সময় হওয়ার পরেও
স্যার-ম্যাডাম না আসায়
সৃষ্ট উচ্চস্বরের গল্পের জন্য
পাশের ক্লাসের মিসের
দেওয়া সেই বকাগুলো ,
আজও কি তোদের
কানের স্মৃতিতে বাজে !
পড়া ধরবে সেই ভয়ে
ওয়াশরুমের নাম করে
ক্লাসের বাইরে কাটানো
কথাভরা সময়গুলো ,
আজও কি তোদের
স্মৃতির দেয়ালে ঝুলছে !
আকাশ ভরা তারার
চেয়েও হয়তো বেশি
আমাদের গল্প-মজা-কথা
আর রঙিন সব ঝগড়া ,
আজও কি তোদের
ব্যস্ত আঙ্গিনায় স্থান পায় !
Post a Comment