কেন???
আদৌ কি ভালো থাকতে পারবো না? ভালো থাকা কি কপালে নেই? ভগবান কেনো এমন করছেন আমার সাথে? সে কি আমার দিকে মুখ তুলে তাকান নি ??
তিনি কেমন করে করতে পারলেন আমার সাথে এইরকম??... এই কোনো কথাই বলবো না। শুধু ভালো সময় এর জন্য অপেক্ষা করে যাচ্ছি।।। প্রবাদ আছে"সুখ ও দুঃখ নাকি পাশাপাশি চলে"।।। আমিও এই মতাদর্শে বিশ্বাসী। তবে একটু ভিন্ন ভাবে বলতে চাই। সুখ ও দুঃখ তরঙ্গের মত। একটা সময় সুস্পন্দ বিন্দু পাওয়া যায়। ওপর সময় নিস্পন্দ বিন্দু।।। এইটাই প্রকৃতির নিয়ম। ভগবান এইভাবে সুখ দুঃখ কে চালনা করছেন,। নিজের জীবনের নিস্পন্দ বিন্দু তে আছি,,। হয়ত কিছু দিন পর সুস্পন্দ বিন্দু আসবে। তারই অপেক্ষায় আছি,। থাকবো ।। শান্ত হয়ে। কারণ আমি আরেকটা মতাদর্শে বিশ্বাসী আর তা হলো "রেগে গেলেন তো হেরে গেলেন।" আমার ভগবানের উপর পুরো বিশ্বাস আছে , যে তিনি যা করেন তা ভালোর জন্যই করেন। জীবনে সফলতার জন্য সর্ব প্রথম যে পরীক্ষা দিতে হয় তা নিয়ে থাকে প্রকৃতি(কুদরত)। কারণ সে দেখতে চায় আসলে তুমি সেই সফলতার যোগ্য কি নাহ্। আর প্রতিটা সময় আমরা সেই পরীক্ষা থেকে পেছনে ফিরে আসি। যার ফলে আমরা দুঃখে ভুগি। এই দুঃখ থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস আর নিজের প্রতি আস্থা।।
written by Pranto Biswas
Post a Comment