_।। মোর_গুরু ।।_
আপনি করেন উন্মোচিত
বিদ্যা নামের দ্বার,
জ্বালিয়ে জ্ঞানের প্রদীপ
বিলীন করেন আঁধার।
বুঝিয়ে দেন শতবার,
পাঠের না বুঝা-
জটিল সব অংশ,
করে সব সাজা পরিহার।
অর্জিত হয় রাস্তা,
ত্রুটি গুলো সংশোধনের;
আপনাতে রেখে আস্থা।
আপনি কখনো কঠিন শিলার মতো;
কখনোবা কুসুম কোমল,
মমতা আছে যত।
আপনার অপার স্নেহ আর কঠোর শাষণ,
গড়ে তোলে আদর্শ জীবন।
লেখাঃ Ashrafun
Post a Comment