পুরুষ,
যতই তুমি প্রেমিক হও
দিনের শেষে তুমি পুরুষ।
কারো ভাই কিংবা তনয় হলেও
তুমি পুরুষই।
দিনের শেষে তুমি পুরুষ।
কারো ভাই কিংবা তনয় হলেও
তুমি পুরুষই।
যতই সংযত লোচনা হও
তোমার প্রথম দৃষ্টি তো কামিনীর কুচের 'পরেই ;
সচ্চিদানন্দ হলেও আঁধার সমীরে
কামিনীই তোমার আধার।
সচ্চিদানন্দ হলেও আঁধার সমীরে
কামিনীই তোমার আধার।
তবে-
তোমার প্রাকৃতিকতা যখন
হিংস্রতা আর রতিশক্তির বাণ হয়ে যায়
তখন তোমার লক্ষ্য থাকুক আর না থাকুক,
বানে ভেসে যায় নন্দিনীর কৌমার্য,
স্বেচ্ছায় কিংবা তোমার স্পৃহায়।
হিংস্রতা আর রতিশক্তির বাণ হয়ে যায়
তখন তোমার লক্ষ্য থাকুক আর না থাকুক,
বানে ভেসে যায় নন্দিনীর কৌমার্য,
স্বেচ্ছায় কিংবা তোমার স্পৃহায়।
বলি-
একটি বার সে নন্দিনীর স্থলে
তোমার তনয়া কিংবা সহোদরাকে কল্পনা করো,
তোমার কল্পনায় হয়তো
মর্তের দেবীও অঞ্জলি পাবে ❣
একটি বার সে নন্দিনীর স্থলে
তোমার তনয়া কিংবা সহোদরাকে কল্পনা করো,
তোমার কল্পনায় হয়তো
মর্তের দেবীও অঞ্জলি পাবে ❣
লেখাঃ Ashrafun
Post a Comment