Saturday, May 23, 2020

অপূর্ণতা।



অপূর্ণতা।



আজ কবি স্তব্ধ,, এক্ষণ তার কলমের কালি আর সেই সাদা পাতা গুলো দেখা যায় নাহ্।। আজ কবি ক্ষুণ্ণ, তারই বাস্তবতা তাকে ঘিরে রাখে দিবারাত্র। কবি কোনো নতুন উৎসাহ পায় নাহ্ কবিতা বর্ষনের জন্য। তার সুর কোথায় যেনো হারিয়ে গেছে। কবি আজ নিস্তব্ধ বসে রয় শিমুল গাছের নিচে । একাকি কাটায় কত অজানা মুহূর্ত। আজ কবির মনের আঙ্গিনায় ময়ূর নৃত্য করে নাহ্। শকুনের আনাগোনা সেখানে। আজ কবির হৃদয় আয়নায় অপারগতার ধুলো জমে আছে, তবে মোছার সাহস নেই তার! ধুলো মোছার তোয়ালে টাও নোংরা হয়ে পরে রয়েছে কোথাও। আজ কবি আবেগপ্লুতো, তবে তার আবেগ সবই ধূর্ত। তাই কবি বিনা কারণে, একাকি কাটায় কত অজানা মুহূর্ত।।


Post a Comment

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search