Tuesday, June 2, 2020

"নিখোঁজ"



"নিখোঁজ"

আমি নিঃশব্দে নিখোঁজ হবো
চিত্ত ফুরায়ে যাবে আমার,বিত্ত ছড়ায়ে রবে,
ভাবনার ওপার থেকে ডাকব না আর।
আমি তবে নিঃশব্দে নিখোঁজ হবো।
তোমার ঘুমন্ত মুখের ছাপ,আমার ভালোবাসার ডাক,
তোমার হাজার কফির কাপ,আমার ঠোঁট মেশানো ছাপ,
আমার নীল রঙের শাড়ী,তোমার আটকে যাওয়া ঘড়ি,
আমার নয়ন পাতার বারি,তোমার "বৃষ্টি " দেয়া নাম,
সব যেদিন বিলীন হবে
সেদিন,
আমি নিঃশব্দে নিখোঁজ হবো।
তোমার বালুচরে মেঘ,আমার আঙিনায় বৃষ্টি,
তোমার একটু অনিয়মে আমার অভিমানী দৃষ্টি।
আমার কোমর অবধি চুলে তোমার মুখ লুকোনোর রেশ,
তোমার না বলা "ভালোবাসি" আমি বুঝে নিতাম বেশ।
মায়াগুলো যেদিন নিমর্ম হবে
সেদিন আমিও,
নিঃশব্দে নিখোঁজ হবো।
আমি বাতাস হবো,
তবে নিঃশব্দে নিখোঁজ হবো।
আমি বৃষ্টি হয়ে তোমায় ছোঁবো,
তবে নিঃশব্দে নিখোঁজ হবো।
আমি তোমার অস্থিতে মিশে রবো।
আমি নিখোঁজ হলে,তুমি হারিয়ে যাবে নিরবতায়,
আমি তোমার নিরবতায় বেঁচে রবো।
আমি তবে......
নিঃশব্দে নিখোঁজ হবো।

লেখাঃ Israti Sporshia

Post a Comment

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search